রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার ভেড়ামারায় খালে গোসল করতে নেমে সবুজ নামের এক কলেজ ছাত্র’র মৃত্যু হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) বিকাল ৫ টার দিকে ভেড়ামারার জিকে খালে গোসল করতে নেমে সবুজ নিখোঁজ হয়। পরে সন্ধ্যায় তার লাশ পাওয়া যায়।
নিহত সবুজ উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ মুন্সিপাড়ার নায়েব আলীর ছেলে ও ভেড়ামারা সরকারি ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
সবুজের বড় ভাই ওহিদুল ইসলাম জানান, সবুজ তার দুলাভাই শাকিবসহ তারা তিনজন ভেড়ামারার ১ নম্বর ব্রীজ সংলগ্ন জিকে খালে গোসল করতে নামে। তারা তিনজন সাঁতার কেটে এপার থেকে ওপারে পার হতে থাকে। ওহিদুল ও শাকিব পার হলেও সবুজ ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।