মো. আজিজার রহমান,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক ও বর্তমানের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামী দলীয় কার্যালয় পাকেরহাটে এ মিলন মেলা হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি রাজিবুর রহমান পলাশ।
জেলা উত্তর ইসলামী ছাত্রশিবিরের দাওয়া সম্পাদক মো. শহীদুজ্জামানের সঞ্চালনায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আনিছুর রহমান, সাবেক আমির মাওলানা আতাউর রহমান, সেক্রেটারি ছামিউল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী সাহিত্য সম্পাদক মসিউর রহমান রাজু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামি ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ।