মোঃ রেজাউল করিম, রাজশাহী বিভাগীয় প্রধানঃ
নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর এলাকার মিশ্রি পাড়ায় বসবাসকারী সাবেক সেনা সার্জেন্ট আলাউদ্দিন চৌধুরী (৬০) ও তার ছেলে রিফাত চৌধুরী (২৫) এর বিরুদ্ধে ২০২৩ সালের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ৭(৩)ও ৪(ক) ধারার লালপুর উপজেলার চকনাজিরপুর এলাকার মোহাম্মদ সাঈদ এর ছেলে সাউদ মোহাম্মদ সাঈদ (২৪) বাদী হয়ে গত ২৮শে আগষ্ট-২৪ইং তারিখে নাটোর আদালতের বাগাতিপাড়া আমলী আদালতে ভূমি সংক্রান্ত সকল কাগজপত্র দাখিল করে উক্ত আদালতে মামলা দায়ের করলে বিচারক তৎক্ষনাক মামলাটি আমলে নিয়ে আসামিদ্বয়ের বিরুদ্ধে গ্রেফতারী ওয়ারেন্ট জারি করেন। পরে আসামিদ্বয় আদালত থেকে ২৯/০৯/২৪ ইং তারিখ পর্যন্ত অস্থায়ী জামিনে মুক্তি পায়।
এরই ধারাবাহিকতায় রবিবার (২৯শে সেপ্টেম্বর-২৪) পুনরায় স্থায়ী জামিন নিতে আদালতে হাজির হলে তাঁর জামিনে বিরোধিতা করে জামিন না মঞ্জুরের আবেদন করেন বাদী পক্ষের আইনজীবী। পরে ১নং আসামি আলাউদ্দিনের জামিন না মঞ্জুর করে নাটোর জেলা কারাগারে প্রেরন করার আদেশ দেন এবং ছেলে রিফাত চৌধুরীকে জামিনে মুক্তি দেয় উক্ত আদালতের বিচারক। যাহা বাদী পক্ষের সিনিয়র আইনজীবী, নাটোর জেলা জজ আদালতের এপিপি এ্যাডভোকেট আলেখ উদ্দিন শেখ সংবাদ কর্মীদের নিশ্চিত করেছেন। মামলা নং সিআর- ২১৮/২৪। আসামি পক্ষে আইনজীবী ছিলেন এ্যাডভোকেট মাসুদ হাসান সেলিম(এপিপি)।