এম এ আছাদ, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে শনিবার ২৮ সেপ্টেম্বর সকাল ১১টায় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের নিজস্ব কার্য্যালয়ে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা।
সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কার্য্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সহ-সভাপতি রুহুল আমিন মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক আছাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, অর্থ সম্পাদক মজনুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তারেক মনোয়ার, ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম বাদল, প্রচার সম্পাদক আবু হাসান, কার্য্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক জাফর ইকবাল, আবু হাসান, কার্য্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম, আবু হাসান, কার্য্যনির্বাহী সদস্য আশরাফুল ইসলাম গাজী, সাংবাদিক আবু সাঈদ, সাংবাদিক হারুন অর রশিদ প্রমুখ। সভায় রিপোর্টার্স ক্লাবের গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপ, বর্তমান প্রেক্ষাপট ও সাংবাদিকতার মান উন্নয়নসহ রিপোর্টার্স অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। সভায় সকলের মতামতের ভিত্তিতে গঠনতন্ত্রবিরোধী কার্য্যকলাপের জন্য মোঃ অহিদুজ্জামান ও রফিকুল ইসলামকে রিপোর্টার্স ক্লাব থেকে আজীবনের জন্য বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া যারা সাংবাদিকতার নাম করে বিভিন্ন অপকর্ম ও চাঁদাবাজিসহ নানাবিধ অপরাধ করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের কাছে দাবী জানানো হয়।