চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করেছে। শনিবার (২৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের আব্দুর রব হল মাঠে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। এ সময় ৫০ মুক্তিযোদ্ধাকে উত্তরীয় পরিয়ে দেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে ও চবি শিক্ষক ড. মো. ওমর ফারুকের সঞ্চালনায় সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপউপাচার্য অধ্যাপক ড. বেনু কুমার দে, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া এবং আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম
যে ৫০ জন মুক্তিযোদ্ধা সম্মাননা পেয়েছেন তারা হলেন- বীর মুক্তিযোদ্ধা জহুর আহমেদ চৌধুরী (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল ওহাব (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল হারুন (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা এম. এ. হান্নান (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ, বীর মুক্তিযোদ্ধা এম.এ. মান্নান (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা এম.কফিল উদ্দীন (মরণোত্তর) বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী (বাবু) (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান কায়সার (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মৌলভী সৈয়দ আহম্মেদ (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা মির্জা আবু মনসুর, বীর মুক্তিযোদ্ধা এস.এম. ইউসুফ (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা বেগম মুশতারী শফি, বীর মুক্তিযোদ্ধা মো. ইব্রাহীম (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল-হারুন।
বীর মুক্তিযোদ্ধা আবদুল মোবারক, বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো. ইলিয়াছ, বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম এম.পি, বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানু (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা শওকত হাফিজ খান রুশ্মি, বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা মো. নঈম উদ্দীন আহমেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. মাঈনুদ্দিন, শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব (মরণোত্তর), শহীদ বীর মুক্তিযোদ্ধা মো. হোসেন বীর প্রতীক (মরণোত্তর), শহীদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন (মরণোত্তর), শহীদ বীর মুক্তিযোদ্ধা ফরহাদ-উদ-দৌলা (মরণোত্তর), শহীদ বীর মুক্তিযোদ্ধা প্রভাষ কুমার বড়ুয়া (মরণোত্তর), শহীদ বীর মুক্তিযোদ্ধা ইফতেখার উদ্দিন মাহমুদ ও শহীদ বীর মুক্তিযোদ্ধা ছৈয়দ আহমদ (মরণোত্তর)।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]