নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরার কালিগঞ্জে বাবু দাস হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, জেল পলাতক ও নাশকতা মামলার আসামী “মুকুল গাজী (৩৮)কে” গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও অস্ত্রধারী সন্ত্রাসীসহ বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
ভিকটিম বাবু দাসের সাথে আসামী মুকুল গাজীর মাছের ঘের নিয়া দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল, পূর্ব বিরোধের জের ধরে গত ২০০০ সনের জুন মাসে ভিকটিম বাবু দাস কে হত্যা করে বাড়ির পাশে বাশঁবাগানে ফেলে রাখে পরর্তীতে হত্যার ০৪ দিন পরে ভিকটিম বাবু দাসের লাশ পাওয়া যায়।
এ সংক্রান্তে ভিকটিম বাবু দাসের বাবা বাদী হয়ে কালিগঞ্জ থানায় ০১ টি হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামী মুকুল গাজীকে যাবজ্জীবন সাজাসহ ৫০,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০৫ বৎসর সাজা প্রাপ্ত প্রদান করেন। আসামী আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ ২০ বৎসর যাবত দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়।
পরবর্তীতে র্যাব-৬ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত আসামীর অবস্থান নিশ্চিত করে। গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত আসামীকে থানা পুলিশের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
পরবর্তীতে গত ০৫ আগষ্ট ২০২৪ ইং তারিখ বিকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে সাতক্ষীরা জেলা কারাগারের জেল রক্ষীদেরকে মারপিট করে জেল গেটের তালা ভেঙে কারাগার হতে উক্ত আসামি পলায়ন করে এবং অন্যান্য আসামিদেরকে পলায়নের সহায়তা করে।
বর্ণিত আসামি সাতক্ষীরা জেলা কারাগার থেকে বের হয়ে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে পেট্রোল বোমা, ককটেল, দাহ্য পদার্থ ব্যবহার সহ দাঙ্গা ও সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে জেলা কারাগারের ভিতরে ভাংচুর করে, আগুন জালিয়ে দিয়ে জেলকারাগারের সকল নথিপত্র সহ বিপুল পরিমাণ সরকারি সম্পদ ক্ষতি সাধন করেছে এবং কারাগারের জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। কারাগার থেকে বের হয়ে সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় নাশকতা কার্যক্রম করে। এই সংক্রান্তে সাতক্ষীরা জেলার সদর থানায় একটি নাশকতা মামলা রুজু হয়।
উক্ত আসামী রুজুকৃত নাশকতা মামলার এজাহার নামীয় ৮১নং পলাতক আসামি। র্যাব-৬, সিপিসি-১, (সাতক্ষীরা) ও সিপিসি- ৩, (যশোর) এর একটি গোয়েন্দা টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জেল পলাতক ও নাশকতা মামলার আসামি যশোর জেলার অভয়নগর থানা এলাকায় অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি একই অদ্য ১৪ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ সময় ০০:২৫ ঘটিকার সময় যশোর জেলার অভয়নগর থানা এলাকায় এলাকায় অভিযান পরিচালনা করে আসামি- মুকুল গাজী (৩৮), পিতা- দাউদ গাজী, গ্রাম- খলিষানী, থানা- আশাশুনি, জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।