বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা বুড়িচং উপজেলার পীরযাত্রাপুরে ইউনিয়নে কারিতাস ও নটরডেম কলেজের যৌথ উদ্যোগে বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৪ সেপ্টেম্বর শনিবার সকালে বুড়িচং পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
কারিতাস ১ম ধাপে পীরযাত্রাপুর বন্যার্তদের মাঝে ৩১০ পেকেট ভারি খাবার এবং পরবর্তীতে গতকাল নটরডেম কলেজের ৪৫০ পেকেট উপহারের সাথে কারিতাস আরো ১৯০ পেকেট উপহার বিতরণ করেন।
উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন, পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের, নটরডেম কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কারিতাসের সদস্য সহ বিভিন্ন ওয়ার্ডের মেম্বাররা উপস্থিত ছিলেন।
এসময় পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের বলেন, আমার এই পরিষদে বেসরকারি ভাবে বিভিন্ন সংস্থা থেকে এ পর্যন্ত ১ হাজার ভারি খাবারের পেকেট এসেছে। যা আমি আমার ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করেছি। ১ হাজার পেকেটর মধ্যে ৫শ পেকেট দিয়েছে কারিতাস আর ৪শ ৫০ পেকেট দিয়েছে নটরডেম কলেজ এবং ৫০ পেকেট দিয়েছে প্রকল্প বাস্তবায়ন অফিস (পিআইও)।