উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটে কচুয়ায় পুলিশের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার প্রধান আসামি রাসেল শেখকে আটক করা হয়েছে।
কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের আলীপুর এলাকায় সংবাদ সংগ্রহের সময় বাগেরহাট জেলার দীপ্ত টিভি, এশিয়ান টিভি,ডিবিসি নিউজের ৩ সাংবাদিকে মারধর করে সাংবাদিকদের মোবাইল ও ক্যামেরা ভাংচুর মামলার অভিযোগের প্রেক্ষিতে ১৪ সেপ্টেম্বর কচুয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত আলিপুর এলাকার নজরুল শেখের ছেলে অভিযুক্ত প্রধান আসামি রাসেল শেখকে আটক করা হয়েছে।
এ বিষয় কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মহসীন হোসেন বলেন, যৌথ অভিযানের মাধ্যমে আলিপুর এলাকা থেকে অভিযুক্ত রাসেল শেখকে আটক করা হয়েছে। আটক ব্যাক্তিকে বাগেরহাট জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।কচুয়া থানায় মামলা নং- ২।