মোঃ মোহসীন রাসেল মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ
মেহেন্দিগঞ্জে কৃষকের একটি খড়ের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর ) ভোররাতে উত্তর উলানিয়া ইউনিয়নের সলদি গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে পোড়ার খবর পেয়ে সকালে ঘটনাস্থল যান গন্যমান্য ব্যক্তিরা।
স্থানীয়রা জানায়, সলদি গ্রামের কৃষক সুভাষ কীর্ত্তনিয়া ধান মাড়াইয়ের পর গবাদি পশুর খাদ্য হিসেবে জমিয়ে বাড়ির পাশে একটি খড়ের গাদা তৈরি করে। রাতে দুর্বৃত্তরা খড়ের গাদাটিতে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে খড়ের গাদা পুড়ে ছাই হয়ে যায়। এতে কৃষকের অর্ধলাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পরিবার।
সুভাষ কীর্ত্তনিয়ার ছেলে তপন কর্মকার বলেন, কেবা কাহারা আমাদের খড়ের গাদায় আগুন লাগিয়েছে আমরা দেখিনি।
তপন কর্মকারের স্ত্রী নিপু কীর্ত্তনিয়া বলেন, ভোররাতে আমার ছেলেকে প্রসাব করাতে উঠে দেখি আমাদের খড়ের গাদায় আগুন জ্বলছে তখন আমি আগুন আগুন বলে ডাক-চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন কিন্তু ততক্ষণে পুরো খড়ের গাদাটি পুড়ে ছাই হয়ে যায়। অল্পের জন্য রক্ষা পায় তাদের গোয়াল ঘর আর বসতবাড়ি।
মেহেন্দিগঞ্জ থানার এস আই (সেকেন্ড অফিসার) জাফরুল ইসলাম বলেন, খড়ের গাদা পোড়ানোর কোন অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]