উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি।।
কচুয়ায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বৈষম্য দূরীকরণ ও শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে কচুয়া উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ (সেপ্টেম্বর) বিকাল ৪ টায় কচুয়া প্রেসক্লাব হল রুমে প্রধান শিক্ষক শেখ বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব সরদার বজলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন কচুয়া দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সুপার মাওলানা মোঃ মোশারফ হোসেন,কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জল কুমার দাস, ধোপাখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাকির হোসেন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে প্রধান শিক্ষক শেখ বদিউজ্জামানকে সভাপতি, সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক ও সহকারী শিক্ষক মো: আক্তার উদ্দিন শেখ কে অর্থ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কচুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি ঘোষণা করা হয়।