রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে পুনরায় অভিযান চালিয়ে অস্ত্রসহ মাদক উদ্ধার করা হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে এই অভিযান চালায়। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষে তালাসি চালানো হয়। সেখান থেকে অস্ত্র ও মাদক পাওয়া গেছে। এ সময় কক্ষ থেকে চাকু,রামদা, রড, লোহা, লোহার পাইপ, জিআই পাইপ, বিদেশি মদের বোতল, ফেন্সিডিল, ঢাকা কলেজের এক শিক্ষার্থীর আইডি কার্ড, বাঁশের লাঠি ইত্যাদি উদ্ধার করা হয়।
এর আগে ১৬ জুলাই শিক্ষার্থীরা নানান রকম অস্ত্রসহ মাদক উদ্ধার করে। আওয়ামী সরকার পতনের পরও একবার অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়।
এসময় বঙ্গবন্ধু হলে প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জামিরুল ইসলাম বলেন, স্বাধীনতা উত্তর আমাদের হলে যেন অস্ত্রমুক্ত হয় সেজন্য আমরা হলে অভিযান চালিয়েছি। আমরা ধারনা করেছিলাম হলে এখনো অস্ত্র থাকতে পারে। তাই আমরা পুলিশ, সেনাবাহিনীসহ হল প্রশাসনকে সাথে নিয়ে তল্লাশি চালাই। সেখানে কয়েকটি রুম থেকে দেশিও অস্ত্র ও মদের বোতল পাওয়া গিয়েছে। সেগুলো আমরা পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করেছি। হলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।