রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে পরিদর্শনে আসেন তিনি।
এসময় তিনি হলের রিডিং রুম, ডাইনিং, নিউজরুম, গেমস রুম পরিদর্শন করেন। হলের শিক্ষার্থীরা উপাচার্যের কাছে তাদের দাবি জানান। তিনি শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন।
পরিদর্শন কালে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, ছাত্রদের যে ফ্যাসিলিটিসগুলো আছে যেমন রিডিংরুম, ডাইনিং সেগুলো কিভাবে আরেকটু উন্নত করা যায় আমরা সেটা নিয়ে কাজ করবো। এ হলে দখলদারিত্ব, স্বেচ্ছাচারিতার নজির আছে। এসমস্ত জায়গাগুলোতে আমাদের হাত দিতে হবে।হলে যে খারাপ প্রেকটিস ছিল তার নমুনা আমি দেখলাম। পলিটিক্যাল পাওয়ার দেখিয়ে বড় বড় রুম দখল এগুলো একেবারে বন্ধ হয়ে যাবে।
তিনি আরো বলেন, আমি আশা করবো আর কখনো এ ধরনের ঘটনা ঘটবে না। প্রভোস্ট, হাউস টিউটর এবং হলের সাথে যারা সংযুক্ত আছে। হলের যে ক্ষতি টা হয়েছে তা আমরা খুব শীঘ্রই ঠিকঠাক করার চিন্তাভাবনা করছি। সবকিছু মিলিয়ে আমাদের পর্যবেক্ষণ অনুযায়ী আমরা পদক্ষেপ নেবো।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম কনক, জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ জামিরুল ইসলাম, হলের কর্মচারীসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।