নিজস্ব প্রতিনিধি কয়রা খুলনা
খুলনার কয়রা (চাঁদ আলী) সেতুর টোল আদায়ের জন্য আইনগত সহায়তা চেয়ে খুলনা জেলা প্রশাসক বরাবর রবিবারে লিখিত আবেদন দিয়েছেন কয়রা সেতুর ইজারাদার মোঃ আনার আলী দফাদার।
উক্ত আবেদনের অনুলিপি তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সওজ, সড়ক সার্কেল, খুলনা, পুলিশ সুপার, খুলনা, নির্বাহী প্রকৌশলী, সওজ, সড়ক বিভাগ, খুলনা, উপজেলা নির্বাহী অফিসার, কয়রা উপজেলা, খুলনা, ভারপ্রাপ্ত কর্মকর্তা, কয়রা থানা, খুলনা।
বরাবর প্রেরণ করেছেন আবেদন থেকে জানা যায়, মোঃ আনার আলী দফাদার, পিতা-মোঃ মোসলেম দফাদার, শিববাটী, ০৯নং ওয়ার্ড, পাইকগাছা পৌরসভা, পাইকগাছা, খুলনার বাসিন্দা স্বত্ত্বাধীকারী- মোঃ আনার আলী দফাদার। গত ৩০-০৬- ২০২২খ্রিঃ তারিখে নির্বাহী প্রকৌশলী, সওজ, সড়ক বিভাগ, খুলনা-এর স্মারক নং-৩৫.০১.৪৭৫১.৪৩৬.১০.১৬-. ০০১ -৭০৯৮ তাং-৩০- ০৬-২০২২ মোতাবেক ২০২২-২০২৩, ২০২৩-২০২৪ এবং ২০২৪-২০২৫ (৩ আর্থিক বছর) সময়ের জন্য বর্ণিত কয়রা সেতুর টোল আদায় কার্যক্রম পরিচালনার জন্য কার্যাদেশ প্রাপ্ত হয়ে টোল আদায় কার্যক্রম পরিচালনা করে আসছে। কার্যাদেশ প্রাপ্ত হওয়ার পর থেকে গত ০৪ আগষ্ট ২০২৪খ্রিঃ তারিখ পর্যন্ত কয়রা সেতুর টোল আদায় করে আসছে কিন্তু গত ০৫ আগষ্ট ২০২৪খ্রিঃ ছাত্র বিপ্লব সংগঠিত হওয়ার পর দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিগত প্রায় ০১ (এক) মাস টোল আদায় বন্ধ ছিল।
পরবর্তীতে গত ০৬- সেপ্টেম্বর-২০২৪খ্রিঃ তারিখ কয়রা সেতুর টোল আদায় করতে গেলে স্থানীয় বাঁধার সম্মুখীন হয়। যাতে তাহার আর্থিক ক্ষতির সম্ভবনা রয়েছে।
এমতাবস্থায়, খুলনা সড়ক বিভাগাধীন বেতগ্রাম-তালা-পাইকগাছা -কয়রা সড়কের ৫১তম কিলোমিটারে অবস্থিত “কয়রা (চাঁদআলী) সেতুর টোল আদায় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদানের জন্য আবেদন জানান। মোঃ আনারুল ইসলাম জানান আমি যাতে কোন রকম ঝুঁকি ছাড়াই কয়রা সেতুর টোল আদায় কার্যক্রম পরিচালনা করতে পারি উহার প্রয়োজনীয় তার জন্য সকলের সহযোগিতা কামনা।
তিনি আরও বলেন, আমিও চাই কয়রা সেতুর টোল মুক্ত হোক কিন্তু সরকারি নিয়মনীতি মেনে টেন্ডারের মাধ্যমে আমি টাকা জমা দিয়ে টেন্ডার পাই তিনি সকলের কাছে দাবী জানান আমাকে যদি টোল আদায় করতে না দেওয়া হয় তাহলে আমার জমাকৃত টাকা ফেরত পাওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।