জন জীবন ঃঃ
আজ সোমবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের সুপারমার্কেটস্থ বিএনপির পার্টি অফিসে বাংলাদেশ জাতীয়তাবাদী লাভ সাধারণ সম্পাদক বিউটি আক্তার তৃষার সঞ্চালনায় এবং সাংগঠনিক সম্পাদক নার্গিস আলমের ব্যবস্থাপনায় এ সময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রহিমা সিকদার।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ সদরের সভাপতি আফিয়া খাতুন, সাধারণ সম্পাদক রিনা বেগম টংগীবাড়ী উপজেলার সভাপতি রাজিয়া সুলতানা সুমী, সাধারণ সম্পাদক নাছিমা আক্তার, সিরাজদিখান উপজেলার সভাপতি হোসনে আরা শিখা গজারিয়া উপজেলার সভাপতি রাজিয়া সুলতানা আইভী, সাধারণ সম্পাদক লাভলী আক্তারসহ মহিলা দলের শতাধিক নেতাকর্মী।
সভাপতির বক্তব্যে সেলিনা আক্তার বীনা বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে জাতীয়তাবাদী মহিলা দল সব সময় রাজপথে থাকবে।
তিনি আরো বলেন, শোষন, বৈষম্যমুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়তে আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন আর যেনো কোনো স্বৈরাচার না আসতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।