মোঃ অপু খান চৌধুরী।
আপনারা এতদিন খুন-গুম, জেলের নির্যাতন সহ্য করেও মানুষের পাশে থেকেছেন। গত ১৫ বছর আপনারা ঘরে ঘুমাতে পারেন নাই। এই ১৫ বছরের যন্ত্রণা আমাদের আজকে দূর হয়েছে। আমরা আজ প্রাণভরে নিঃশ্বাস নিতে পারছি। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার জেল জুলুম খুন নির্যাতন ছাড়া মানুষেকে কিছুই দিতে পারেনি। মানুষকে সম্মান ও ভালোবাসা একমাত্র বিএনপি দিতে পারে।
আজ ৮ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা কে বি স্কুল মাঠে বন্যার্তদের মাঝে উপহারসামগ্রী বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
এ সময় তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন বন্যার্ত মানুষের পাশে গিয়ে থাকেন, তাদেরকে সাহায্য সহযোগিতা করুন। তারেক রহমান দেশের সকল জেলা ও বিভাগের খোঁজখবর নিচ্ছেন এবং নির্দেশ দিচ্ছেন। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন যখন যে নির্দেশনা দেবেন তা আপনারা মেনে চলবেন। স্বৈরাচার হাসিনা সরকার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মারতে চেয়েছিল। খালেদা জিয়াকে সুস্থ করে আমরা দেশে ফিরিয়ে আনবো। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে জিতিয়ে আনতে হবে, তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালিত হবে।
অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান সঞ্চালনায়, সভাপতিত্ব করেন চান্দনা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার লিটন সরকার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন-উর রশিদ ইয়াছিন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হেনা আলাউদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসীম উদ্দীন, বুড়িচং উপজেলা বিএনপির সদস্য সচিব কবির হোসেন,ব্রাহ্মণপাড়া বিএনপি সহ-সভাপতি শাহ আলম খোকন,সাংগঠনিক সম্পাদক হাজী আমির হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সদ্যসাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা হক পপি, মালাপাড়া ইউপি চেয়ারম্যান ও মালাপাড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু কাউসার, সাধারণ সম্পাদক করির হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, এনামুল হক সুমন, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লেয়াকত আলী মনিরসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে উপস্থিত ৩ শত বন্যার্তদের মাঝে নগদ টাকা বিতরণ করা হয়।