রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণির প্রথমবর্ষের স্থগিত হওয়া ভর্তি কার্যক্রম শুরু আগামী মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) থেকে এবং প্রথম বর্ষের ক্লাস শুরু ২২ সেপ্টেম্বর।
রোববার (৮ সেপ্টেম্বর) তথ্যটি নিশ্চিত করেছেন ‘বি’ ইউনিটের (বাণিজ্য) চিফ কো-অর্ডিনেটর অধ্যাপক ড. আবু সাদেক মো. কামরুজ্জামান।
অধ্যাপক ড. আবু সাদেক মো. কামরুজ্জামান বলেন, আগামী ১০ সেপ্টেম্বর থেকে প্রথম বর্ষের স্থগিত হওয়া ভর্তি কার্যক্রম শুরু হবে। এবং আগামী ২২ সেপ্টেম্বরে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।
এর আগে, ১ জুলাই থেকে ক্লাস শুরু করার সিদ্ধান্ত হয়েছিল। তবে পেনশনসংক্রান্ত নতুন নীতিমালা বাতিলসহ তিন দফা দাবিতে শিক্ষকদের চলমান আন্দোলনের কারণে তা পেছানো হয়েছিল। তখন বলা হয়েছিল ১৫ জুলাই প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। তবে পেনশনসংক্রান্ত নতুন নীতিমালা প্রণয়নে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি ও শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম স্থগিত রয়েছে। ফলে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী প্রথম বর্ষের ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছিলেন সংশ্লিষ্টরা।