বিশেষ প্রতিনিধি:
পিরোজপুরে পৌর এলাকার খানা খুনিয়ারিতে প্রতিপক্ষের বিরুদ্ধে বিধবার বসতবাড়ি দখলের অভিযোগ উঠেছে। এ বিষয় গত বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) পিরোজপুর সদর থানায় ভুক্তভোগী পুতুল রানী সমদ্দার লিখিত অভিযোগ জানায়।
ভুক্তভোগী পুতুল রানী জানায় , কদমতলা এলাকার জাকির হাওলাদারের সাথে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলছিলো। বিষয়টি নিয়ে একাধিকবার শালিস বৈঠক হলেও সমাধান হয়নি। পরে ৩ সেপ্টেম্বর সকাল ৮ টার দিকে জাকির হাওলাদারসহ অণ্যরা আমার দখলীয় বসত বাড়ি দখল করার জন্য সীমনা নির্ধারন করে বাঁশের খুটি পুতেন। আমি এতে বাাঁধা দিলে জাকিরও তার সহযোগীরা আমাকে খুন জখমের হুমকি দেয়।
এ বিষয়ে অভিযুক্ত জাকির হাওলাদার জানান, তাদের সাথে আগে থেকেই জমি নিয়ে বিরোধ আছে। এ নিয়ে মিমাংসার চেষ্টা করছি।
কদমতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস ছালাম, তাদের দ্ইু পক্ষের মধ্যে মাঠের জমি নিয়ে বিরোধ রয়েছে, তবে বসতবাড়ি দখলের বিষয়টি যদি হয়ে থাকে তাহলে বিষয়টি অনুচিত।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]