শাহাদাত হোসেন
নোয়াখালী (কােম্পানীগঞ্জ) প্রতিনিধি:
কােম্পানীগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক নরুল আলম সিকদার বলেছেন, ‘পরাজিত শক্তি কােম্পানীগঞ্জ উপজেলায় বিশৃঙ্খলা-নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে প্রতিবিপ্লব ঘটাতে চায়। একটি মহল কােম্পানীগঞ্জ উপজেলা সবচেয়ে জনপ্রিয় দল বিএনপির সুনাম নষ্ট করার ষড়যন্ত্র করছে। এ বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।
শনিবার (৮ সেপ্টেম্বর) সকালে বসুরহাট জিরো পয়েন্ট আরডি শপিং মলের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, সকল ষড়যন্ত্র বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা সজাগ থাকবেন এবং সকল অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। এ ষড়যন্ত্রের শিকার হয়ে আমাদের চরএলাহী বিএনপি সভাপতি এবং চরএলাহী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন তােতাকে হত্যা করা হয়েছে,আমাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে, আমি আল্লাহ রহমতে, আপনাদের দােয়া বেঁচে আছি।
তিনি আরও বলেন, কােম্পানীগঞ্জ বিএনপি নেতা ফখরুল ইসলাম বিরুদ্ধে অপপ্রচারের অংশ হিসেবে পােষ্টার ছাপিয়ে বাজারে গুরুত্বপূর্ণ স্থানে টাঙানো হয়েছে, কােম্পানীগঞ্জ উপজেলা বিএনপি সুনাম বিনিষ্ট করার জন্য এবং যদি কেউ কোনো অপকর্ম করেন, জানমালের জন্য যদি কেউ হুমকি হয়ে দাঁড়ান, তাহলে তার ছাড় নেই সে যত বড় নেতাই হোন।
সিকদার বলেন, অনেক চাঁদাবাজ এবং সন্ত্রাসী আবারও সক্রিয় হয়েছে। তারা বিভিন্ন জায়গায় বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করছে। পরক্ষণে দেখা যায় এরা বিএনপির কেউ নয়, ধরা পড়ার পর তদন্তে দেখা যায় যুবলীগ অথবা ছাত্রলীগ। যে কয়েকজন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে এসব অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপিতে কোনো চাঁদাবাজ এবং দখলবাজের স্থান নেই।
তিনি বলেন, বিএনপির সব নেতাকর্মীকে ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কেউ অরাজকতা না করতে পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে। বিএনপি জনমানুষের দল। তাদের নিরাপত্তা দেওয়া এবং তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ উপস্থিত ছিলেন, পৌরসভার বিএনপি সভাপতি আব্দুল মতিন লিটন, পৌরসভার বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।