এম মনির চৌধুরী রানা
বোয়ালখালী উপজেলায় বাইক-ডাম্পার ট্রাক মুখোমুখি সংঘ-র্ষে দুই জন গুরুতর আহত হয়েছে।
আজ ৪ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা গ্রামীণ ব্যাংক সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
আহতরা হলেন উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৭নং ওর্য়াড ইমামুল্লার চর গ্রামের নুরুল আলমের ছেলে জাহেদ ও মোঃ সোলায়মানের ছেলে ইরফান।
প্রত্যক্ষদর্শী নেজাম উদ্দিন বলেন, বেঙ্গুরার দিক থেকে আসা দ্রুত গতির একটি ডাম্প ট্রাক বিপরীত দিক আসা বাইক আরোহীদের মুখোমুখি চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়, পরে বাইক আরোহীদের আমরা স্থানীয় জনগণের সহায়তায় উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করি।