হিজলা প্রতিনিধিঃ
বাংলাদেশ গণ অধিকার পরিষদের নিবন্ধন ও ট্রাক প্রতীক পাওয়ায় ভিপি নূরের নেতৃত্বাধীন বরিশালের হিজলা উপজেলায় “গণঅধিকার পরিষদ” কর্তৃক আয়োজিত মঙ্গলবার বিকাল ৪ টার সময় উপজেলার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে উপজেলা শহীদ চত্বরে গিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বরিশাল জেলা সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসাইন, বরিশাল জেলা গণ অধিকার পরিষদ সহ-সভাপতি মোঃ মামুন, বাংলাদেশ যুব অধিকার পরিষদ বরিশাল জেলা যুগ্ম সাধারণ সম্পাদক পালোয়ান ইয়াসিন, হিজলা উপজেলা ছাত্র অধিকার পরিষদ সভাপতি মোঃ রাকিব হাসান, মুলাদী উপজেলা সমন্বয়ক এইচ এম মনিরুজ্জামানসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতৃবৃন্দ।
আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনায় জেলা সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসাইন বলেন, তারুণ্য নির্ভর আগামীর বাংলাদেশ গড়তে ভিপি নুরুল হক নূর ও রাশেদ খানের নেতৃত্বে গণ অধিকার পরিষদ ও তার অঙ্গ সহযোগী সংগঠন দেশের প্রতিটি জেলা ও উপজেলায় আপাময় জনগণের কল্যানে নিরলস ভাবে কাজ করে যাবে। তিনি গনতন্ত্রের ধারা অব্যাহত রাখতে ও সন্ত্রাস মূক্ত বাংলাদেশ গড়তে রাজনীতিতে তরুণ প্রজম্মকে এগিয়ে আসার আহবান জানান।