মাভাবিপ্রবি প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা,মারধর,ভয়ভীতি-হুমকি ও নানা সন্ত্রাসমূলক কর্মকান্ডের জন্য মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯জন নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে মাভাবিপ্রবি প্রশাসন।
আজ মঙ্গলবার,৩ সেপ্টেম্বর, ২০২৪ইং, রেজিস্ট্রার অফিস থেকে প্রকাশিত এক অফিস আদেশে বলা হয়, মাভাবিপ্রবির রিজেন্ট বোর্ডের ২৪৭তম (জরুরি)সভায় ১৯জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার সহ, চলতি সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ, সকল একাডেমিক কার্যক্রম, ক্যাম্পাসে প্রবেশ ও হলে অবস্থান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন:
১.মানিক শীল (মাভাবিপ্রবি ছা.লীগ সভাপতি) (ইএসআরএম)
২.হুমায়ুন কবির (মাভাবিপ্রবি ছা.লীগ সা. সম্পাদক)(অর্থনীতি)
৩.শাওন ঘোষ (অর্থনীতি)
৪.খালেকুজ্জামান নোমান (অর্থনীতি)
৫.সুজন মিয়া (অর্থনীতি)
৬.নাঈম রেজা (অর্থনীতি)
৭.রায়হান শান্ত (পর্দাথ)
৮.সাদিক ইকবাল (পদার্থ)
৯.অন্তর (পদার্থ)
১০.মারুফ (গণিত)
১১.শুভ্র (গণিত)
১২.আব্দুল্লাহ উৎস (গণিত)
১৩.নাহিদ (ব্যবস্থাপনা)
১৪.জাহিদ (হিসাববিজ্ঞান)
১৫.রিফাত (হিসাববিজ্ঞান)
১৬. ইমতিয়াজ (সিপিএস)
১৭.ইমরানুল (সিপিএস)
১৮. রানা বাপ্পি (রসায়ন)
১৯. রিয়ন (রসায়ন)
বিচার কার্য সমাপ্তি না হওয়া পৰ্যন্ত সবাই সাময়িক বহিষ্কার থাকবে।