স্টাফ রির্পোটার:
গ্রাহক সেবা মাস উপলক্ষে পিরোজপুরের ভান্ডারিয়ায় ইসলামি ব্যাংক পিএলসির সাঙ্গে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে ইসলামি ব্যাংক ভান্ডারিয়া শাখার মিলনাতয়নে শাখা ব্যবস্থাপক মোহাম্মদ বাকি বিল্লাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজার অপারেশন সৈয়দ অলিদুর রহমান, ভান্ডারিয়া প্রেসক্লাবের সহ সভাপতি মো: হাসান ঈমাম পান্না, যুগ্ন সাধারণ সম্পাদক ও নয়া দিগন্তের প্রতিনিধি মো: মামুন হোসেন, সাংবাদিক এইচ এম জুয়েল ও প্রভাষক মো: বশির উদ্দিন প্রমূখ।
ব্যাংকটির ব্যবস্থাপক মোহাম্মদ বাকি বিল্লাহ বলেন, শত শত শহীদের রক্তের বিনিময়ে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। যেখানে কচি কিশোর, তরুণ তাজা প্রাণ থেকে শুরু করে কৃষক শ্রমিক মেহনতী মানুষ আবাল-বৃদ্ধ-বনিতা তাদের জীবন উৎসর্গ করেছেন। আমরা তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত এবং শাহাদতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি।
তিনি আরো বলেন, আসুন আমরা দল-মত-শ্রেণি-পেশা নির্বিশেষে কোটি কোটি গ্রাহকের আস্থার এই ব্যাংকটি দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাই, গড়ে তুলি অর্থনীতির শক্তিশালী ভিত, স্বাবলম্বী করে তুলি আমাদের প্রিয় বাংলাদেশকে।