রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার কুমারখালীতে মসজিদের নাম পরিবর্তন ও কমিটি বিলুপ্ত নিয়ে হামলায় আরিফুল ইসলাম (৩৭)। নামের এক ব্যাক্তি আহত হয়েছে।
শুক্রবার (৩০ আগষ্ট) জুম্মার নামাজের পর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর গ্রামের খন্দকার বাড়ি জামে মসজিদের অভ্যন্তরে এই হামলার ঘটনা ঘটে।
আহত আরিফুল জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর গ্রামের ওয়াজেদ আলী শেখের ছেলে।
জানা গেছে, আওয়ামী লীগ নেতা আইনুদ্দিন সভাপতি ও আব্দুর রাজ্জাক মদো সাধারণ সম্পাদক হিসেবে মসজিদ কমিটি গঠনের পর খন্দকার বাড়ি জামে মসজিদের নাম পরিবর্তন করে হাসিমপুর মধ্যেপাড়া জামে মসজিদ নামকরণ করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই মুসল্লীরা মসজিদের পূর্বের নাম ফিরিয়ে আনা এবং কমিটি বিলুপ্ত করার চেষ্টা করেন। এবং শুক্রবার জুম্মার নামাজের পর এ বিষয় নিয়ে বাকবিতন্ডার সৃষ্টি হলে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মদোর নেতৃত্বে ফরিদ, মালেক, জিদান, শাকিল ও তুফানসহ কয়েকজন আরিফের উপর হামলা করে মারাত্মক আহত করে এবং আরিফকে মসজিদের ভিতরে অবরুদ্ধ করে রাখে।
পরবর্তীতে মুসল্লী ও স্থানীয় জনগণ আরিফকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে আরিফ চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছেন। খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।