দেলোয়ার হোসেন সোহেল
রাজশাহীর তানোর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে দেশজুড়ে স্বৈরাচারী সরকার বিরোধী আন্দোলনে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
চলতি মাসের ১২ আগস্ট সোমবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে দেশজুড়ে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে এ দোয়া মোনাজাত করা হয়।
তানোর উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নানের সভাপতিত্ব ও সদস্য সচিব শামসুল আলমের সঞ্চালনায় এ দোয়া মোনাজাত অনুষ্ঠানে হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্সাল।
আরো উপস্থিত ছিলেন, তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান,তানোর পৌর বিএনপির আহবায়ক, একরাম আলী মোল্লা,যুগ্ম আহবায়ক আলতাফ আলী,সদস্য সচিব আব্দুস সবুর, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক শরিফ উদ্দিন মুন্সী, সদস্য সচিব জহুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, মাইনুল ইসলাম, সদস্য সচিব মোহাম্মদ আলী জিন্নাহ, তানোর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুব আলম মোল্লা, সদস্য সচিব হামিদুর রহমান, উপজেলা কৃষক দলের আহবায়ক আনারুল ইসলাম, সদস্য সচিব আফজাল হোসেন, উপজেলা ছাত্র দলের আহবায়ক মাসুদ করিম, সদস্য সচিব, মোতালেব আলী প্রমূখ উপস্থিত ছিলেন।