ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার উত্তর সুজাপুর গ্রামে জমি-জমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা নূর মোহাম্মদের বাড়ির দেওয়াল ভেঙ্গে ফেলে দেন। কোটা আন্দোলনের ইস্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষরা নূর মোহাম্মদের বাড়ির ২০ ফিট দেওয়াল ভেঙ্গে ফেলে দখলের চেষ্টা করেন। বাড়ির মালিক নূর মোহাম্মদ ১৯৭৩ইং সালে জায়গাটি কেনার পর সেখানে বসবাস করে আসছেন। গত ৩০/০৮/২০২৪ইং তারিখে প্রতিপক্ষরা সুযোগ বুঝে নূর মোহাম্মদের বাড়ির দেওয়ালটি ভেঙ্গে ফেলে দখলের চেষ্টা করেন। বাড়ির মালিক নূল মোহাম্মদ টিন দিয়ে ঘিরতে গেলেও তাকে ঘিরতে দেওয়া হয়নি।
এ ঘটনায় গত ১০/০৮/২০২৪ইং তারিখে ভেঙ্গে দেওয়া দেওয়ালের পাশে টিন দিয়ে ঘিরতে গেলে প্রতিপক্ষরা বাধা প্রদান করেন। এই ঘটনায় নূর মোহাম্মদের পুত্র মোঃ ইয়ামিন, কন্যা মোছাঃ শিরিন আক্তার, মোছাঃ নুরুন্নাহার পারভীন বাঁধা দিতে গেলে প্রতিপক্ষরা মারপিট করেন। ঐ দিনেই মোঃ ইয়ামিন ও শিরিন আক্তার চিকিৎসার জন্য ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। বর্তমানে চিকিৎসাধীন আছেন। বাংলাদেশ সেনাবাহিনীর তদন্ত টীম কে অভিযোগ করলে তারা ঘটনাস্থলে যান এবং প্রতিপক্ষকে কাজ করতে নিষেধ করেন এবং দেওয়ালের ইট ফেরৎ দিতে বলেন। কিন্তু প্রতিপক্ষরা ইট ফেরত দেননি। এই ঘটনায় মোছাঃ শিরিন আক্তার জানান, প্রতিপক্ষরা আমাদেরকে দেওয়াল ভেঙ্গে ফেলে জায়গা দখল করার চেষ্টা করছে। আমরা অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছিনা। তারা এই ঘটনায় তদন্ত স্বাপেক্ষে ন্যায় বিচারের দাবি করছেন।