চট্টগ্রাম ডেস্ক
গতকাল ১১ আগস্ট ২০২৪ তারিখ,সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ “বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর”সেনা শাখার নতুন ক্যাডেট আন্ডার অফিসার(সিইউও) হিসেবে নিযুক্ত হয় জান্নাতুল মীম।জান্নাতুল মীম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের বিবিএস ২য় বর্ষের ছাত্রী (ছাত্রী আইডি: 21121508)। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) হচ্ছে সেনা, নৌ ও বিমান শাখার ক্যাডেটদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিতীয় সারির, আধাসামরিক, সেচ্ছাসেবী বাহিনী। এটি সামরিক বাহিনীর কর্মকর্তা, জেসিও, এনসিও, বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত।
উল্লেখ্য বাংলাদেশে বিএনসিসি ক্যাডেটদের মধ্যে সর্বোচ্চ পদমর্যাদা ক্যাডেট আন্ডার অফিসার পদে উন্নীত হন।রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাহাত নেওয়াজ, পিএসসি, আর্টিলারি নতুন সিইউও জান্নাতুল মীম কে উক্ত রেংক ব্যাজ পরিধান করান।
উক্ত রেংক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহসিন কলেজ বিএনসিসি সেনা শাখার ক্যাডেট ইনচার্জ আবু হানিফা মোহাম্মদ রিদুয়ান।
সিইউও জান্নাতুল মীম তিনি কোম্পানির আন্ডার অফিসার হিসাবে ১২ বিএনসিসি ব্যাটালিয়নের ব্রাভো কোম্পানির কমান্ড করবেন।
সিইউও জান্নাতুল মীম ২০১৮ সাল থেকে সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং বর্তমানে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে বিএনসিসি-এর দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের ধ্রুপদী নৃত্যশিল্পী এবং শাস্ত্রীয় গায়িকা এবং এশিয়ান আবাসিক স্কুল ও কলেজের শিক্ষক হিসেবে নিযুক্ত আছেন।এছাড়াও তিনি বহু গুণে গুণান্বিত। ক্রীড়া-সাংস্কৃতিক ছাড়াও বিভিন্ন অঙ্গনে তিনি কৃতিত্বের সাথে অবদান রাখছেন।এবং বিভিন্ন যায়গায় তার অবদান অবিস্মরণীয়।