শাহিদুল ইসলাম কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার কয়রার কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডলকে ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীবৃন্দ।
১২ আগষ্ট (সোমবার) সকাল ১০ টায় কয়রা সদরে বিক্ষোভ মিছিল শেষে তিন রাস্তার মেড়ে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীবৃন্দ।
এতে বক্তারা বলেন, কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল একজন দুর্নীতিবাজ শিক্ষক, তার অত্যাচারে অতিষ্ঠ কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। তার বিরুদ্ধে রয়েছে নানা অনিয়মের অভিযোগ। যে কারনে তাকে ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলে আরও বক্তব্য রাখেন শিক্ষকদের পক্ষে কলেজের ইংরেজি প্রভাষক রেজওয়ানুল করিম, শিক্ষার্থী প্রিন্স, নাহিদ, তৃষা, রাসেল, মেহেদী, সোহেল, সাব্বির প্রমুখ।