ক্রাইম রিপোর্টার মোস্তফা মিয়া, পীরগঞ্জ (রংপুর):
রংপুর জেলা বিএনপির আহবয়ক সাইফুল ইসলাম বলেছেন, আগামীর পীরগঞ্জ হবে শান্তির পীরগঞ্জ, আবু সাঈদের পীরগঞ্জ, প্রতিটি মানুষের পীরগঞ্জ। কোন ব্যক্তি বা নেতার কোন বৈষম্য থাকবে না এই পীরগঞ্জে। রবিবার দুপুরে পীরগঞ্জ কেন্দ্রী শহীদ মিনারে বিএনপির পথসভায় এসব কথা বলেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনারা কোন অন্যায় অবিচার করবেন না, কোন প্রকার অত্যাচার জুলুম করবেন না, সাধারণ মানুষের পাশে থাকবেন। পীরগঞ্জের প্রতিটি মানুষকে আপনারা আপন ভাববেন। কোথাও চাদাবাজি কোথাও হুমকি কোন অফিস, আদালত দখল করলে তাদের নাম ঠিকানা দিবেন তাদেরকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ সেনা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। সে যত বড় ক্ষমতাধারী হোক, এ বিজয় কোন ভাবে নস্যাৎ করতে দেওয়া হবে না বলেও জানান সাইফুল।
এসময় সাংবাদিকদের সার্বিক সহযোগিতাও কামনা করেন জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। এর আগে জেলা বিএনপির আহŸায়ক সাইফুল ইসলামের নেতৃত্বে মটোরসাইকেল শোডাউন হয়।
এসময় পীরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মাহমুদন নবী চৌধুরী পলাশ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সেলিম উপজেলা বিএনপি সদস্য সচিব অধ্যাপক জাকির হোসেন, উপজেলা আহবয়ক কমিটির যুগ্ম সম্পাদক শাহিনুজ্জামান শাহিন উপজেলা কমিটির সদস্য ৮ নম্বর রায়পুর ইউনিয়নের আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা- পৌর বিএনপির আহবয়ক সাইফুল আজাদ, সদস্য সচিব ইয়াতিমুল হাসান লিটন, যুব দলের আহবয়ক আনিসুর রহমান আনিস, সদস্য সচিব আব্দুস সালাম, যগ্ম আহবয়ক হাবিবুর রহমান হাবিব, ছাত্রদলের আহবয়ক মিলু সরকারসহ ১৫টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।