আলিফ বিন রেজা, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় সড়কের যানজট নিয়ন্ত্রণে কাজ করা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিংড়া উপজেলার শাখার নেতৃবৃন্দ।
রোববার দুপুরে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ড, মাদ্রাসা মোড় ও বাজার এলাকায় যানবাহন চলাচলে কাজ করা স্বেচ্ছাসেবকদের মাঝে অর্ধশত খাবারের প্যাকেট বিতরণ করেন সিংড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. মাসুদুর রহমান মাসুদ, সেক্রেটারী মো. বেলাল হোসেনসহ নেতৃবৃন্দ।