উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি।।
জেবি গ্রুপের চ্যায়ারম্যান ও বিএনপির দায়িত্বশীল নেতা সরদার জাহিদ শুরু থেকেই চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশে যখন মুক্তিকামী জনতা আবেগ আপ্লুত হয়ে মাঠে নেমে পড়ে সরদার জাহিদ তখন তাদের সাথে থেকে বিষয়টিকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করেন। ফলে উপজেলা জুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ বহু অংশে কমে যায়।
পরবর্তীতে শত-শত নেতাকর্মীকে সাথে নিয়ে উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত পরিবার ও সংখ্যালঘুদের বাড়িঘর পরিদর্শন করেন। একই সাথে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বিভিন্ন ধরনের সহায়তা করেন। পরিদর্শন কালে সাধারণ জনগণ ও হিন্দু সম্প্রদায়ের মানুষদের ভয়ভীতি থেকে বেরিয়ে এসে স্বাভাবিক চলাফেরার করার সুযোগ করে দেওয়ার জন্য নেতাকর্মীদের কড়া নির্দেশনা দেন।
পরিদর্শনকালে তিনি হুঁশিয়ারি দেন, যারা বিএনপির কাধের উপর ভর করে সাধারণ মানুষের জান মালের ক্ষতি করছেন এবং লুট পাটের সাথে জড়িত রয়েছেন তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। লুটপাট করা মালামাল ফেরত না দেওয়া হলে ঘুঘু চড়িয়ে দেওয়া হবে।
শান্তি-শৃঙ্খলা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিভিন্ন বাজার গুলোতে বন্ধ দোকানপাট খুলে দেওয়া, সাংবাদিকদের সাথে জরুরী সভা, বাজার কমিটিকে সক্রিয় করন, কচুয়া উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সহ দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর সাথে কয়েক দফা বৈঠক সহ বিভিন্ন নেতা কর্মীদের সাথে ২৪ ঘন্টা বিভিন্ন বিষয়ে যোগাযোগ অব্যাহত রেখেছেন। সংকট কালীল সময়ে তার সাহসী পদক্ষেপ এবং এ ধরনের কর্মকাণ্ডে স্থানীয় নেতাকর্মী সহ সাধারণ জনগণের কাছে প্রশংসায় ভাসছেন।