ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীদের উদ্যোগে ময়মনসিংহের গৌরীপুাে থানা কমপ্লেক্সের ময়লা-আবর্জনা, পরগাছা পরিস্কার ও পরিচ্ছন্ন করা হয়।
রোববার (১১ আগষ্ট) এই কর্মসূচীর উদ্বোধন করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. হাসান আল মামুন। এ সময় তিনি পরিস্কার-পরিচ্ছন্ন কর্মসূচীতে অংশগ্রহণকারী সকলকে ক্লিন আপ বাংলাদেশ এর শপথ বাক্যও পাঠ করান।
এ সময় উপস্থিত ছিলেন, গৌরীপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. মোজাম্মেল হক, রেদুয়ানুল হক ফাহাদ, রাজন মিয়া, ক্লিন আপ গৌরীপুরের ইমন আহম্মেদ, তপু রায়হান, নাজমুন্নাহার নুপুর, রোভার স্কাউট শিমুল মিয়া, অন্তরা, সাফায়েত ইসলাম, শেখ ছোটন, সজিকুল হাসান শান্ত, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের আশিকুর রহমান রাজিব, রমজানুর রহমান নাজিম, রেড ক্রিসেন্ট সোসাইটির ইয়াসিন রহমান, মোস্তফা কামাল, আফিস মিয়া প্রমুখ।