উজ্জ্বল কুমার দাস, কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি।।
ড: ইউনুস এর অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অবৈধ ঘোষণা করার ষড়যন্ত্রে লিপ্ত হলে বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এটা বুঝতে পেরে তারা সুপ্রিম কোর্ট ঘেরাও কর্মসূচি পালনসহ প্রধান বিচারপতি সহ আরো কয়েকজনকে অপসারণের দাবি করেন এবং সেই সাথে বাংলাদেশের সকল মুক্তিকামী মানুষদের সচেতন থাকার আহ্বান জানান। সেই কর্মসূচির অংশ বিশেষ আজ ১০ আগষ্ট বিকাল ৫ টায় কচুয়ায় মুক্তিকামী মানুষের পক্ষে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশর আয়োজন করে।
প্রতিবাদ সমাবেশ থেকে আলোচকরা দাবি করেন ৫ আগষ্ট কে জাতীয় মুক্তি দিবস ঘোষণা ও সকল ষড়যন্ত্র কারী বিচারপতিদের অবিলম্বে পদত্যাগ।
এছাড়াও দেশব্যাপী শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সবার সহযোগিতা কামনা করেন।