দেলোয়ার হোসেন সোহেল
দেশজুড়ে নৈরাজ্য বিশৃঙ্খলা ও নেতাকর্মীদের শান্তি পূর্ণ পরিবেশ বজায় রাখতে কেন্দ্রীয় বিএনপির বার্তা পৌছানোর জন্য রাজশাহীর তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজানের নেতৃত্বে হাজারোও মোটরসাইকেল ও শত শত সিএনজি নিয়ে উপজেলা জুড়ে বিশাল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
চলতি মাসের ১০ আগস্ট শনিবার বিকালে তানোর উপজেলা ডাকবাংলো মাঠ থেকে শুরু হয়ে চাঁন্দুড়িয়া ইউনিয়ন ইউপির কিছু অংশ ও সরনজাই ইউনিয়ন ইউপিসহ বিভিন্ন এলাকায় শোডাউন ও মোড়ে মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।
চাঁন্দুড়িয়া ইউপির বাজার ও তানোর পৌর এলাকার কালিগঞ্জ বাজারে পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তানোর পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, সেচ্ছাসেবক দলের নেতা শরিয়তউল্লাহ, যুবদল নেতা তোফাজ্জল হোসেন,স্বেচ্ছাসেবক দলের নেতা মাহবুবুর রহমান, শহিদুল ইসলাম প্রমূখ।
এসময় বক্তারা বলেন, ছাত্র জনতার একদফার আন্দোলনে দানবীয় খুনি হাসিনা পালাতে বাধ্য হয়। এবিজয় প্রশ্নবিদ্ধ করতে একটি পক্ষ নৈরাজ্য শুরু করেছে। বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশে আমাদের আজকের শোডাউন। কেন্দ্রীয় নেতাদের নির্দেশ কোন ধরনের নৈরাজ্য বা বিশৃঙ্খলা আ গুন দেয়া ও লুট পাট করা যাবেনা। যারা এধরণের কাজ করবে তাদেরকে আইনের হাতে তুলে দিতে হবে।
নেতারা আরো বলেন, আমরা প্রতিহিংসা বিশ্বাস করিনা। আমরা সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে ছাত্র জনতার আন্দোলনের বিজয় ধরে রেখে নতুনরুপে বাংলাদেশ গড়তে চাই। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকার বিপুল সংখ্যাক নেতাকর্মী ও সাধারণ জনতা।