মোঃ আখতার হোসেন হিরন :
কারো হাতে বাঁশি, অনেকের হাতে লাঠি,আবার কারো কারো হাতে ঝাড়ু, কেউবা আবার রাস্তার উপরে গতিরোধকসহ রং তুলি দিয়ে দেয়ালে লিখছেন আল্পনা।
ছাত্র-জনতার স্বাধীনতার সুফল সকলের মাঝে পৌছে দিতে সলঙ্গায় কাজ করছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।
চলমান পরিস্থিতি মোকাবেলায় শুঙ্খলা ফেরাতে পুলিশ শুন্য সলঙ্গায় মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপুর্ণ রাস্তা পরিস্কার ও রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের ভুমিকায় কাজ করছে অকুতোভয় শিক্ষার্থীরা। ছিনতাই, চাঁদাবাজী, যানজট ও ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে তারা। সলঙ্গা থানার হাটিকুমরুল রোড গোলচত্বর, সলঙ্গা বাজার চৌরাস্তা মাদ্রাসা মোড় বর্তমান নাম শহীদ চত্বর, স্লুইচ গেট মোড়,কলেজ মোড়,থানা মোড়,নিমগাছি মোড়,ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ড,ঘুড়কা বাসস্ট্যান্ড,নলকা বাসস্ট্যান্ড, পাঁচলিয়া বাসস্ট্যান্ডসহ থানার বিভিন্ন গুরুত্বপুর্ণ রাস্তায় দাঁড়িয়ে গতকাল শনিবার তাদের এমন দায়িত্ব পালন করতে দেখা গেছে।
সলঙ্গা ডিগ্রী কলেজ, ফাজিল মাদ্রাসা,হাইস্কুলের এসব ছাত্র-ছাত্রীরা স্বেচ্ছায় দায়িত্ব পালন করছে। নিরলস পরিশ্রমে শিক্ষার্থীদের এমন কাজে খুশি চালক, যাত্রী ও সাধারন মানুষ। আর প্রশংসাও করছেন অনেকেই।
যতদিন সলঙ্গা থানা ও হাটিকুমরুল হাইওয়ে থানায় পুলিশ দায়িত্ব পালনে আসবেন না, জনগনের ভোগান্তি কমাতে ততদিন তারা এ সেবা করে যাবেন।