মোঃ আখতার হোসেন হিরন :
সিরাজগঞ্জের সলঙ্গায় শুক্রবার বাদ জুমায় বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রামকৃষ্ণপুর ইউনিয়নের অলিদহ উত্তর পশ্চিম পাড়া বায়তুল মামুর জামে মসজিদে অত্র ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসকল ছাত্র-জনতা শহীদ ও আহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় সেখানে উপস্থিত মুসুল্লিদের মাঝে বিএনপির সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ সহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে সংক্ষিপ্ত আলোচনা করেন সাবেক সভাপতি মোঃ আফছার উদ্দিন। পরে সকল আহতদের সুস্বাস্থ্য ও শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন অত্র মসজিদের খতিব সাহেব।