জন জীবন ঃঃ
আজ শনিবার সকাল ১০.০০ টা থেকে শিক্ষার্থী, শিক্ষক, জনতা, সামাজিক সংগঠনের পক্ষ থেকে মুন্সীগঞ্জে দূর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়া বিভিন্ন স্থাপনা পরিষ্কার পরিচ্ছন্ন করেন। এ সময় স্বেচ্ছাসেবকগণ তিনটি দলে বিভক্ত হয়ে মুন্সীগঞ্জ পৌরসভা, সদর থানা এবং সদর পুলিশ ফাঁড়ি পরিষ্কার- পরিচ্ছন্ন করেন।
সমাজকল্যাণ মূলক সংগঠন জনজীবন ফাউন্ডেশনের সভাপতি মোঃ জিয়াউর রহমান বলেন, আমরা এসব ময়লা আবর্জনা যত দ্রুত পরিষ্কার করব তত তারাতাড়ি কাজ শুরু করা যাবে, সরকারি কাজে গতিশীলতা আনতে আমরা শিক্ষার্থীদের সহযোগিতা করছি।
শিশু, কিশোর ও যুবকল্যান মুন্সীগঞ্জ শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ মাহবুব আলম লিটন বলেন, আমরা শিক্ষার্থীদের পাশে থাকলে তারা কাজে উৎসাহ পায়।
মুন্সীগঞ্জ জেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ সেলিম বলেন- সরকারি কাজে গতিশীলতা আনতে তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।
এ সময় মুন্সিগঞ্জ জেলা স্কাউটস মুন্সীগঞ্জ এর পক্ষ থেকে মাস্ক, হ্যান্ড গ্লাভস ,বেলচা, বালতি, ওয়ান টাইম ব্যান্ডেজ, পানি বিতরণ করেন কমিশনার নাজমা চৌধুরী, সম্পাদক মজিবুর রহমান শেখ ও সাজ্জাদ হোসেন।
উক্ত পরিচ্ছন্নতা কাজে জনজীবন ফাউন্ডেশনের পক্ষ থেকে অংশগ্রহণ করেন- জনজীবন ফাউন্ডেশনের সভাপতি মোঃ জিয়াউর রহমান জীবন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ কামাল হোসেন, সাহিত্য সম্পাদক মোঃ শাহ আলম সেলিম, প্রচার সম্পাদক মোঃ আল আমিন, ছাত্রকল্যান সম্পাদক মোঃ মিলন হোসেন, সহ মহিলা বিষয়ক সম্পাদক নূরে জান্নাত, শিশু বিষয়ক সম্পাদক মোঃ নাঈমুর রহমান নূর প্রমূখ।