নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীর বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। কামরাঙ্গীরচরে বেশ কয়েকজন আওয়ামিলীগ নেতা কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় কামরাঙ্গীরচর সরকার বাড়িতে থানা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন সরকার, ৫৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি মোস্তফা কামাল সরকার, ওয়ার্ড আওয়ামীলীগ এর কাউন্সিলর সাইদূল মাদবর সহ আরও বেশ কয়েকজন নেতা কর্মীর বাড়িতে হামলা করে গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।
জানা গেছে, দুর্বৃত্তরা নেতা কর্মীদের বাড়িতে হামলা-ভাংচুর করে এবং পরবর্তী গাড়ির গ্যারেজে আগুন দেয়। এতে আবুল হোসেন সরকার এর নোয়া গাড়ি আগুনে পুড়ে যায়। বাকি অন্যান্যদের বেশ কয়েকটি মাইক্রোবাস ও প্রাইভেটকারে হামলা, ভাংচুর এবং অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
এছাড়া এলাকার বিভিন্ন স্থানে ডাকাতি ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে এলাকায় চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করছে। নিরাপত্তা হীনতায় ভোগছে এলাকাবাসী। দ্রুততম সময়ের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে নিরাপত্তার ব্যবস্থা করার দাবি এলাকাবাসীর।