মুলাদী প্রতিনিধিঃ
ফেসিবাদী, সৈরাচার আওয়ামী সরকারের পতনের খবরে মুলাদীতে মটর শোভাযাত্র করে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বেলা ১১টায় মুলাদী বন্দর পূর্ববাজার থেকে যুবদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা একটি মটর শোভাযাত্র বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।
এসময় তারা বাংলাদেশকে নতুনকরে সাজানোর প্রর্যয় ব্যক্তকরে নানা ধরনের স্লোগান দিতে থাকেন। যুবদল নেতা ইদ্রিসুর রহমান অপু হাওলাদার, কাজী জাফর ইকবাল, মোঃ আতিকুর রহমান ও স্বেচ্ছাসেবক দল নেতা আল মমিন এর নেতৃত্বে মটর শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা হুমায়ুন কবির, মোঃ মিজান তালুকদার, সেময়েল ঢালী, ইসমাইল সিকদার, নাঈম খান, সাইফুল রাড়ী, হাবিবুর রহমান, শাহাজালাল, শিমুল, রবিউল ইসলাম, ইমন কাজী, সহ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধীক নেতাকর্মীরা।