স্টাফ রিপোর্টার।।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, বিএনপি নেতা মোঃ জয়নাল আবেদিন দীর্ঘ ৬ বছর পর কারামুক্ত হলেন।
বুধবার (৭ আগষ্ট) বিকেলে কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তিলাভ করেন।
মোঃ জয়নাল আবেদিন কুমিল্লার বুড়িচং উপজেলা সদরের বাসিন্দা। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদল নেতা ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।
২০১৮ সালের ২৫ ডিসেম্বর বেলা ১১টার দিকে মতিঝিলের সিটি সেন্টার থেকে র্যাব-৩ এর একটি দল মোঃ জয়নাল আবেদিনকে গ্রেফতার করেন। এর পর থেকেই তিনি কারাগারে ছিলেন।
মোঃ জয়নাল আবেদিনের মুক্তিতে নেতাকর্মীরা উজ্জেবিত হয়েছে। জেল গেইটে কয়েক হাজার নেতাকর্মী জয়নাল আবেদিনকে ফুল দিয়ে বরণ করে নেন।