জন জীবন ঃঃ
মুন্সিগঞ্জ শহরে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। গত মঙ্গলবার সকাল থেকে শহরের বিভিন্ন রাস্তার মোড়ে যানজট নিরসনের জন্য কাজ করতে দেখা যায় তাঁদের।
শহরের কাচারি চত্বর, কাঁচা বাজার, সুপার মার্কেট চত্বরে নিরবিচ্ছিন্নভাবে কয়েক শতাধিক শিক্ষার্থী এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সড়কে অবস্থান নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা। কারও হাতে লাঠি, কারও মুখে বাঁশি। ট্রাফিক পুলিশের মতো ইশারা-ইঙ্গিতের মাধ্যমে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন তাঁরা।
এদিকে, রাস্তায় পুলিশ প্রশাসনকে দেখা যায়নি। তবে সতর্কতা অবস্থায় দেখা গিয়েছে সেনাবাহিনীকে।
সাধারণ নাগরিকেরা শিক্ষার্থীদের এই উদ্যোগকে স্বাগত জানান। সড়কে শৃঙ্খলভাবে যানচলাচলে সহযোগিতা করেন সাধারণ মানুষ।