রাবি প্রতিনিধি:
আল্টিমেটামের ৪ ঘণ্টা পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. গোলাম সাব্বির সাত্তার, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ প্রক্টর অধ্যাপক আসাবুল হকসহ প্রক্টরিয়াল বডির সবাই পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে পৃথকভাবে তথ্যটি নিশ্চিত করেছেন সদ্য সাবেক ছাত্র উপদেষ্টা ও প্রক্টর। গত ছাত্র উপদেষ্টা মঙ্গলবার (৬ জুলাই এবং রাবি উপাচার্য ও প্রক্টর বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ৩ টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এর আগে আজ বেলা ১১ টায় রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর, ছাত্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে, সম্পূর্ণ প্রক্টরিয়াল বডি, লিগ্যাল সেল, যৌন নিপীড়ন সেল, সিনেট ও সিন্ডিকেট সদস্যগণ এবং ডরমেটরি প্রশাসকসহ ১৭ হলের প্রভোস্টদের দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের ১৭ সদস্যবিশিষ্ট সমন্বয়ক পরিষদ।
অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, মহামান্য আচার্য বরাবর দুপুর ৩টার দিকে পদত্যাগপত্র জমা দিয়েছি। ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি।
এদিকে, উপাচার্যের পাশাপাশি পদত্যাগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ এবং প্রক্টর অধ্যাপক আসাবুল হকসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আজ আমি ও প্রক্টরিয়াল বডির সকল সদস্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি। সবাই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।