আব্দুল্লাহ আল মামুন যশোর
সরকারের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর সোমবার থেকে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি, উপাসনালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে।
এর মধ্যে যশোরের মনিরামপুর উপজেলার আম্রঝুটা গ্রামের দিলীপ সিংহের বাড়িতে রাতে হামলা চালিয়ে দোতলা বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এর আগে সন্ধ্যায় একদল লোক উপজেলার খাটুয়াডাঙ্গা বাজারে দিলীপ সিংহের দুটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর এবং দোকানে থাকা মালামাল নিয়ে যায়।
এছাড়াও যশোর বাঘারপাড়া অভয়নগর কেশবপুরে সংখ্যালঘুদের উপর হামলা ভাঙচুর অগ্নিসংযোগ এর ঘটনা ঘটেছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যশোরের মণিরামপুর পৌর বিএনপির সহ-সভাপতি বাবু সন্তোষ স্বর নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন তা হুবাহু তুলে ধরা হলো আমি মনিরামপুর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি দীর্ঘদিন রাজনৈতিক বিভিন্ন পদে ছিলাম। দলের জন্য আমার কোন অবদান হয়তো নেই। দীর্ঘ অত্যাচার জেল জুলুম সব কিছু ভুয়া আজ মনিরামপুর বর্তমান লুটপাট অরাজকতা হিন্দুদের বাড়ি ভাংচুর দোকান লুটপাট চাঁদাবাজি অসহায় মানুষের সাহায্য করতে না পারায় আমি দলের সকল পদ ও সদস্য থেকে পদত্যাগ করলাম।