উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি।।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হুমায়ুন কবিরের নেতৃত্বে সেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মীদের সাথে নিয়ে মোটরসাইকেল শোডাউন এর মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এদিন দেশের চলমান সংকটের মধ্যে মঘিয়া ইউনিয়নের সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত কয়েকটি বাড়িতে গিয়ে তাদের পরিবারের সাথে কথা বলেন।
এদিন বাগেরহাট জেলা বিএনপির সদস্য ও সাবেক সভাপতি এমএ সালাম এর নির্দেশনা অনুযায়ী তিনি সহ তার সাথে থাকা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাদের ভয়ভীতি থেকে বেরিয়ে এসে স্বাভাবিক চলাফেরার করার পরামর্শ দেন এবং এখন থেকে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মী সব সময় তাদের সাহায্যের জন্য পাশে থাকার আশ্বাস দেন।