মোঃ আবদুল্লাহ বুড়িচং।।
কুমিল্লা-৫ বুড়িচং- ব্রাহ্মণপাড়ার বিভিন্ন এলাকার মন্দির এবং দুই উপজেলার থানা পরিদর্শন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আজ ০৬ আগষ্ট মঙ্গলবার সকাল থেকে সারাদিন বিভিন্ন মন্দির ও থানা পরিদর্শন করেন তিনি।
এসময় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন বলেন, দলের হাইকমান্ড থেকে বলা হয়েছে দেশের সকল মন্দির এবং থানা সহ প্রশাসনিক স্থাপনা পাহারা দেওয়ার জন্য। কোন দুর্বৃত্ত যেন কোথাও ভাংচুর এবং হামলা করতে না পারে সে দিকে সবাই সজাগ থাকবেন। আমি সারাদিন দুই উপজেলার বিভিন্ন এলাকায় মন্দির পরিদর্শন করেছি এবং থানার ওসিদের সাথে কথা বলেছি। তাদের সর্বাত্মক নিরাপত্তা আমরা দেবো। কুমিল্লা- ৫ এ কোথাও যেন আর কোন হামলা না হয় সে দিকে সবাই খেয়াল রাখবো।
এ সময় উপস্থিত ছিলেন, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, বুড়িচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বাবুল, বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউসুফ তুহিন, বুড়িচং উপজেলা যুবদলের আহবায়ক জাবেদ কাউছার সবুজ, সদস্য সচিব দেলোয়ার হোসেন দোলন, বুড়িচং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ, যুগ্ম আহবায়ক মনির হোসেন ভূইয়া, বুড়িচং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব আব্দুল আলিম, বুড়িচং উপজেলা ছাত্রদলে সভাপতি স্বপন আহমেদ পাখি, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক জালাল উদ্দীন, যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ প্রমুখ।