উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি।।
শেখ হাসিনার পদত্যাগ পরবর্তী সময়ে দেশের চলমান বিজয় উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় মুক্তি কামি জনতার কিছু ব্যাক্তি অতি উৎসাহী হয়ে বিভিন্ন স্থানে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। চলমান সংকটের অংশ হিসেবে বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় কিছু কিছু স্থানে যে অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে এ বিষয়ে জাতীয়তাবাদী দল বিএনপির উর্ধতন নেতৃবৃন্দ সাধারণ কর্মীদের ধৈর্য ধারণ করার পরামর্শ দিয়েছেন।
ইতিমধ্যে চলমান পরিস্থিতিতে কচুয়া উপজেলা যেন শান্ত থাকে এবং সাধারণ মানুষের যেন কোন ক্ষয়ক্ষতি না হয় সেজন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। দলীয় নেতাকর্মীদের নিজ-নিজ এলাকার পরিবেশ স্বাভাবিক রাখার অনুরোধ করা হয়েছে।
এছাড়াও জেবি গ্রুপের চেয়ারম্যান সরদার জাহিদ সাংবাদিকদের বলেন, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নেতাকর্মীদের নিয়ে আমি উপজেলার বিভিন্ন জায়গা পরিদর্শন করেছি। সবাইকে শান্ত থাকার অনুরোধ করেছি। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান করছি।
এছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীর সাথে যোগাযোগ করা হলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি শান্ত করার জন্য আমরা সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না।
কচুয়া প্রশাসনের পক্ষ থেকেও সবাইকে ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হয়েছে। জানমালের যেন কোন ক্ষয়ক্ষতি না হয় সে বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে এগিয়ে আসার আহ্বান করেছেন।