মোঃ আখতার হোসেন হিরন
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গায় আজ শনিবার বিকালে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে গণমিছিল করেছে। মিছিলটি সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রামারচর বিশ্বরোড বাজার হয়ে আবারো সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে এসে মিছিলটি শেষ করেছে। এসময় ছাত্ররা তাদের ন্যায্য অধিকার আদায়ের বিষয়ে বিভিন্ন ধরনের শ্লোগান দিতে থাকে।