ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ- ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে গোয়াল ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুড়ে ছাঁই গোলায় রাখা ধানসহ প্রয়োজনীয় জিনিস পত্র। ঘটনার পর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার হবিরবাড়ীর ইউনিয়নের আওলাতলী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বিল্লাল হোসেনের গরু ছাগল রাখার ঘরে রাতের অন্ধকারে আগুন দেয় একই এলাকার আব্দুল হাই এর দুই ছেলে আল-আমীন ও ফরহাদ এবং মৃত মোতালেব হোসেনের চার ছেলে আঃ হাই, বাহার উদ্দিন, মোশাররফ হোসেন, মোস্তফা। এ ঘটনায় শুক্রবার উল্লেখিত ব্যাক্তিদের নাম উল্লেখ করে ফাহিমা আক্তার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার রাতে উল্লেখিত বিবাদীরা একটি আশি হাজার টাকার ষাঁড় গরু নিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন টের পেলে আল-আমীন ও আব্দুল হাই বাড়ীর লোকদের দেশীয় অস্ত্র দেখিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় অভিযুক্তরা জানায়, পূর্বে বিল্লাল হোসেনদের সাথে রাস্তা নিয়ে দ্বন্দ্ব ছিলো তবে তা এখন নিষ্পত্তি হয়েছে। আগুন লাগানো ও গরু চুরির বিষয়গুলো মিথ্যা বলেও দাবি করেন তারা।
এ ঘটনায় বিল্লাল হোসেনের মেয়ে ফাহিমা আক্তার বাদী হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।