মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে মানিব্যাগ সহ টাকা প্রকৃত মালিককে ডেকে ফেরত দিলেন দিপা বেগম নামের এক নারী। শনিবার দুপুর পৌনে ২টায় মহানগরীর লক্ষীপুর বাগান পাড়া এলাকায় টাকার মালিক মোঃ এমদাদুল হককে ডেকে মানিব্যাগসহ নগদ ১১হাজার টাকা ফেরত দেন ওই নারী। মোঃ এমদাদুল হক, তিনি সাংবাদিক মিজানুর রহমান টনির খালু।
টাকার মালিক এমদাদুল হক জানান, শুক্রবার রাতের কোন এক সময় তার পকেট থেকে মানিব্যাগ হারিয়ে যায়। পরে অনেক খুঁজাখুঁজি করে টাকার আশা ছেড়ে দেন। শনিবার ভোরে প্রতিবেশী দিপা বেগম প্রতিদিনের ন্যায় রাস্তায় হাঁটতে গিয়ে একটি মানিব্যাগ কুড়িয়ে পান। বাড়িতে ফিরে দেখেন মানি ব্যাগে প্রয়োজনীয় কাগজপত্রসহ ১১হাজার টাকা রয়েছে। সেই সাথে মানিব্যাগে পাটপোর্ট সাইজের একটি ছবি। সেই ছবি দেখে তিনি আমাকে চিনতে পারেন।
এরপর দুপুরে আমাকে তার বাড়িতে ডেকে পাঠান এবং আমার হারোনো মানিব্যাগসহ টাকা ফেরত দেন। তিনি দিপা বেগমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দুনিয়াতে খারাপ মানুষের সংখ্যা বেশী হলেও এখনো অনেক ভাল মানুষ আছে। এজন্যই আল্লাহ্ পাক হয়তো পৃথিবীটা এখনো রেখেছেন।