নিজস্ব প্রতিবেদক
রংপুর মহানগরীর পরশুরাম থেকে পিকআপের বক্সের ভিতরে হতে অভিনব কায়দায় ফেনসিডিল পাচারকালে বিপুল পরিমান ফেনসিডিলসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
মাদকের কালো থাবায় আক্রান্ত সারা বিশ্ব। মাদকের বিস্তার এখন শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। এর বিষাক্ত ছোবল শেষ করে দিচ্ছে তারুণ্যের অমিত সম্ভাবনাকে। মূল্যবোধের অবক্ষয়, প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির অসামঞ্জস্যতা, এবং নানাবিধ হতাশার সুযোগ নিয়ে মাদক তার কালো হাত প্রসারিত করেছে তরুন সমাজের প্রতি।
র্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় অদ্য ০২ আগষ্ট ২০২৪ তারিখ রাত আনুমানিক ০০.৩০ ঘটিকার সময় ব্যাটালিয়ন সদর,র্যাব-১৩ রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর পরশুরাম থানাধীন ০৬ নং ওয়ার্ডের অন্তর্গত উত্তর কোবারু গ্রামস্থ মুদির দোকানের সামনে কাকিনা বাজার টু রংপুর গামী পাঁকা রাস্তার উপর তল্লাশি করে পিকআপের বক্সের ভিতর থেকে অভিনব কায়দায় ফেন্সিডিল পাচার কালে ৪৪৩ বোতল ফেন্সিডিল সহ ১ শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ সুমন মিয়া (২৮), পিতা-মোঃ আজিম উদ্দিন, সাং- নারুমালা মধ্যপাড়া , থানা- বগুড়া সদর জেলা- বগুড়া কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, দীর্ঘদিন যাবত সে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রংপুর জেলার পরশুরাম থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।