রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় বৃষ্টির মধ্যেই বিক্ষোভ ও মিছিল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থী ও সাথে যুক্ত ছিল ছাত্রদল, ছাত্রশিবির, বিএনপি, জামায়াত ও যুবদলের বিভিন্ন ইউনিট। এছাড়াও চোখে পড়েছে কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিন এবং যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণ। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি উপেক্ষা করে ১৪ দিন পর আবারও উত্তপ্ত জেলাটির রাজপথ।
শনিবার (০৩ আগষ্ট) দুপুর ১২টার দিকে কয়েকশ শিক্ষার্থী জেনারেল হাসপাতালের সামনে থেকে মিছিল নিয়ে সাদ্দাম বাজার হয়ে চৌড়হাস মোড়ে যান। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর মিছিল নিয়ে তারা মজমপুর গেটে অবস্থান নেন। শিক্ষার্থীরা জানান, বিক্ষোভ মিছিলটি আবারও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গিয়ে শেষ হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিলে অংশ নেন শিক্ষার্থী, তাদের অভিভাবক, বিভিন্ন শ্রেণির-পেশার মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এই কর্মসূচি ঘিরে পুলিশ কাউকে বাধা দেওয়ার বা আটকের চেষ্টা করেনি। তবে সতর্ক অবস্থানে ছিল পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা।
এর আগে ১৮ জুলাই কুষ্টিয়া শহরে কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পরদিন আন্দোলনকারীরা জড়ো হওয়ার চেষ্টা করলেও পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।